banglanewspaper

নাটোর প্রতিনিধি: নাটোরে জেলায় তথ্য ও সেবা প্রাপ্তির ‘কল সেন্টার ৩৩৩’ এর মাধ্যমে ২৪৩টি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কল সেন্টার ৩৩৩’ বিষয়ক সাংবাদিক সম্মেলন এবং অবহিতকরণ সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

তিনি আরো জানান, সারাদেশে এই সেন্টারের মাধ্যমে প্রায় আড়াই হাজার বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। কল সেন্টার ৩৩৩ এর মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার খুব সহজেই দ্রুততার সাথে করা সম্ভব হচ্ছে।

বাল্যবিবাহ ছাড়াও ইভটিজিং, পর্যটন তথ্য, ইসলামী মাসাআলা মাসায়েল, আয়কর ই-টিন, নিরাপদ অভিবাসন, আবহাওয়া, রেলসেবা ইত্যাদি সংক্রান্ত তথ্য ও সহযোগিতা ৩৩৩ কল সেন্টারে পাওয়া যায় বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুজ্জামান, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং আইসিটি সহকারী কমিশনার সাইফ-উল- আরেফীন।

ট্যাগ: bdnewshour24 নাটোর