banglanewspaper

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি র‌্যালি মূল সড়ক প্রদক্ষিন করে ফটকে এসে শেষ হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও শিশু কনসাল্টেন্ট ডাঃ আরিফ রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ ফতেহ আকরাম।

উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ জয়নব, ডেন্টাল সার্জন ডাঃ আনোয়ারা ফেরদৌস, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,মোঃ লিয়াকত আলী, এমটি রেডিওলজি আফসার উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মোবারক হোসেন মৃধা, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ আমানুল্লাহ সহ সিনিয়র স্টাফ নার্স, প্রধান সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও হাসপাতালের সকল কর্মচারীবৃন্দ।

ট্যাগ: bdnewshour24 ডেঙ্গু র‌্যালি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স