banglanewspaper

প্রশান্ত কুমার রায়, রংপুর প্রতিনিধিঃ আক্রান্ত রোগীদের বিনামূল্যে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চতকরণসহ ৭দফা দাবিতে রংপুর জেলা বাসদ-এর উদ্যোগে সকাল ১১'৩০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদ সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মহানগর সভাপতি মাজেদুল ইসলাম দুলাল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্র ফ্রন্টের মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা প্রমূখ।

সমাবেশ শেষে দুপুর সাড়ে বারটায় প্রধানমন্ত্রী বরাবর প্রথমে রংপুর জেলা প্রশাসক পরে সিভিল সার্জনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। বাসদ নেতা কমরেড কুদ্দুসের নেতৃত্বে প্রতিনিধিবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগ: bdnewshour24 ডেঙ্গু