banglanewspaper

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কীটের ব্যবস্থা করলেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।

সারা দেশের ন্যায় টাংগাইলের নাগরপুরেও ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার আশংঙ্কায় থাকলেও ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা ছিল না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।কিট না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর সনাক্তকরণ সম্ভব হচ্ছিল না।

এরই পরিপ্রেক্ষিতে সাংসদ আহসানুল ইসলাম টিটু উপজেলার জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে ডেঙ্গু রোগ শনাক্তকারী কিটের ব্যবস্থা করেন নিজ অর্থায়নে। এখন থেকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন রোগী ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটা পরীক্ষা করাতে পারবেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ রোকনুজ্জামান বলেন, ‘এমপি আহসানুল ইসলাম টিটু বিশেষ উদ্যোগ নেওয়ার কারণে খুব দ্রুতই আমরা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট পেয়েছি। ফলে রোগীদের এখন থেকে কষ্ট করে দূরে যেতে হবে না।’

ট্যাগ: bdnewshour24 নাগরপুর