banglanewspaper

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভায় ভি.জি.এফ-এর চাউল বিতরণে মাপে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

৮ আগস্ট বৃহস্পতিবার সকালে পৌরসভার সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভি.জি.এফ-এর চাউল বিতরণের সময় এমন অভিযোগ পাওয়া যায়। 

চাউল নিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, বালতি দিয়ে চাউল দেয়ায় চাউল কম হয়। কারন কোন বালতি অর্ধেক আবার কোন বালতি না ভরেই তারাহুরো করে আমাদের বস্তায় চাউল ঢেলে দেয়া হচ্ছে। অন্য জায়গায় মাপলে কোনটায় ১২ কেজি আবার কোনটায় ১৩ কেজি চাউল হয়। প্রতিবাদ করলে ধমক দেয় তারা।

রমিজা খাতুন নামের একজন জানান, এক বছর পর ১৫ কেজি চাউলের আশায় পৌরসভায় আসলাম দিলো  সাড়ে বারো কেজি। ভোট নিতে আসলে পরে এর জবাব দিবো।

এ ব্যাপারে চাউল বিতরণ কমিটির প্রধান ও পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জিলাল উদ্দিন দুলাল জানান, বালতি মাপ দিয়ে ১৪ কেজি চাউল দেয়া হয়েছে। দু-একটা হয়তো কিছু কম হয়েছে তবে হয়তো সর্বোচ্চ আধা কেজি কম হতে পারে। এখানে ছিটকে কিছু চাউল পড়ে যায় আবার বস্তারও ঘাটতি আছে। 

১৫ কেজির স্থলে চাউল ওজনে কম দেয়ার সময়ের ছবি তুলতে গেলে পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাঁধা প্রদান করেন। পরে একজন ভুক্তভোগীকে পরিপূর্ণ ১৫ কেজি চাউল  দিয়ে পাল্লায়  মাপতে বলেন। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে মাপের বিষয়ে কাউকে জবাবদিহি করবেন না জানিয়ে প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, আমাদের লোক যেভাবে চাউল মেপে দিয়েছে সেটাই ঠিক।

পৌর মেয়রের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেননি তিনি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মূয়ীতুল ইসলাম জানান, মাপে চাউল কম দেয়ার কোন সুযোগ নাই। আমি এখনই পৌরসভায় আসছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন জানান, ১৫ কেজি চাউল দেয়ার কথা সেখানে সাড়ে বারো কেজি দেয়া হচ্ছে এমন বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

ট্যাগ: bdnewshour24 ভিজিএফ কার্ড