banglanewspaper

হালে বলিউডের অন্যতম লাস্যময়ী নায়িকাদের একজন সোনাক্ষী সিনহা। গেল কয়েক বছরে দর্শক-ভক্তদের দুর্দান্ত কিছু ছবি উপহার দিয়েছেন এই দাবাং গার্ল। 

'মিশন মঙ্গল' ছবির প্রমোশনের জন্য জড়ো হয়েছিলেন ছবিটির কলাকুশলীরা। আর সেই আড্ডার মধ্যে যা ঘটেছে তা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সোনাক্ষী। এরপরই তার সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে গুঞ্জন।

গতকাল শনিবার সোনাক্ষীর শেয়ার করা সেই ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, ছবির নায়ক অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা বসে আছেন পাশাপাশি। আর তাদের সঙ্গে রয়েছে 'মিশন মঙ্গল' ছবির অন্যান্য অভিনেত্রী বিদ্যা বালান, তাপসি পান্নু এবং নিত্য মেনন। 

নতুন ছবির বিষয়ে আলোচনা করতে করতে চেয়ারে গা ছেড়ে হেলান দিয়েছিলেন অক্ষয় কুমার। তখনই পাশে বসে থাকা সোনাক্ষী এক ঠেলা দেন অক্ষয়কে। 

এর পর যা হওয়ার তাই হলো। নায়িকার এক ঠেলাতেই চেয়ার থেকে সোজা মাটিতে লুটিয়ে পড়েন বলিউড খিলাড়ি খ্যাত অক্ষয়। তার এ অবস্থা দেখে সোনাক্ষী, বিদ্যা, তাপসিদের মাঝে হাসির রোল পড়ে। 

নায়িকার পোস্ট করা এমন ভিডিও দেখে অনেক ভক্তই বলছেন, ‘আগে তো মনে হয়নি,  সোনাক্ষীর শরীরে এত জোর আছে!’

সোনাক্ষী নিজে অবশ্য ভক্তদের মন্তব্যে মুখ খুলেননি এখনও।

ট্যাগ: bdnewshour24