banglanewspaper

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসি) এলাকায় চিরুনি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, ‘ঢাকা উত্তরের প্রত্যেকটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে চিরুণী অভিযান চালানো হবে। প্রতিটি ওয়ার্ডের ১০ ভাগের ম্যাপিং সম্পন্ন হয়ে গেছে।’

শনিবার (১৭ আগস্ট) কাকরাইলে ডেঙ্গু বিষয়ক অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটির প্রতিটি বাড়িতে যাওয়া হবে। সেখানে লার্ভা আছে কিনা দেখা হবে। লার্ভা পেলে স্টিকার লাগিয়ে দেয়া হবে। স্টিকারে উল্লেখ থাকবে যে, ওই বাড়িতে লার্ভা পাওয়া গেছে। সেই সাথে কোনো বাসায় যদি এডিসের মশার লার্ভা পাওয়া যায় তবে জরিমানা করা হবে।’

এছাড়া নতুন ও কার্যকর ওষুধ দেয়াও হচ্ছে বলেও জানান আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় আরো সচেতন হতে হবে। পাঠ্যপুস্তকে গরুর রচনা না পড়িয়ে ডেঙ্গু মশা ও বর্জ্য ব্যবস্থপনা বিষয়ে পড়ানোর কথা বলেন মন্ত্রী।

ট্যাগ: bdnewshour24