banglanewspaper

জেমস বন্ড ভক্তদের দীর্ঘ ৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সিরিজের পরবর্তী সিনেমার নাম প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। সিরিজের ২৫তম চলচ্চিত্রের নাম 'নো টাইম টু ডাই'। মঙ্গলবার প্রযোজনা সংস্থার একটি টুইটে সিরিজের পরবর্তী সিনেমার নাম ও মুক্তির সম্ভাব্য তারিখ জানানো হয়।

ব্রিটিশ নারী লেখক ফোবে ওয়ালার-ব্রিজওর চিত্রনাট্য ও ক্যারি জোজির পরিচালনায় বন্ড সিরিজের পরবর্তী সিনেমা 'নো টাইম টু ডাই' এর জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। এই সিনেমার মধ্য দিয়েই বন্ড হিসেবে তার অভিনয় শেষ হতে যাচ্ছে। আর সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে অস্কার-বিজয়ী অভিনেতা রামি মালেককে।

ওই টুইটে জানানো হয়, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ৩ এপ্রিল যুক্তরাজ্যে ও ৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শনের জন্য আসবে 'নো টাইম টু ডাই'।

ট্যাগ: bdnewshour বন্ড