banglanewspaper

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আফতাব উদ্দিনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান তিনি।

আফতাব উদ্দিন ১৯৩৪ সালে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী শিক্ষক ছিলেন।

আফতাব উদ্দিন প্রায় ৪৩ বছর বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়, নাগরপুর টাঙ্গাইলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার প্রতি দায়িত্ববোধ ও নিষ্ঠার জন্য তিনি জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

শিক্ষাক্ষেত্রে তাঁর দেখানো নীতি ও আদর্শ মেনে চলে তাঁর ছাত্ররা দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পাশাপাশি তাঁর দেখানো পথে হেঁটে অনেকেই নিজ নিজ ব্যবসা ক্ষেত্রেও আজ অনেকেই সফলতা পেয়েছেন।  

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান তার পিতা আফতাব উদ্দিনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।  এ উপলক্ষে গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

ট্যাগ: bdnewshour টাঙ্গাইল