
যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু সাদ (৫) ও আল আমিন (সাড়ে ৫ বছর) সম্পর্কে চাচাতো ভাই।
বুধবার দুপুরে বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাদ জামাল উদ্দিনের ও আলামিন সৈয়দ আলীর ছেলে।
দুপুর দুপুর ১২টার দিকে শিশু দুটিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির কাছে একটি পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
আল আমিনের চাচাতো ভাই তুহিন আলম জানান, আল আমিন স্থানীয় একটি মাদরাসায় মক্তব শ্রেণিতে পড়ে। মাদরাসা থেকে বাড়ি ফিরে পুকুরের কাছে সে সাদের সঙ্গে খেলা করছিল। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখা যায়।
ট্যাগ: Bdnewshour24