banglanewspaper

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আবার দুই বাসের সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

আহতদের স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাচ্ছেন।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলার সালান্দর ইউনিয়নের পঞ্চগড়-ঠাকুরগাঁও সড়কের ডেনিশ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও-পঞ্চগড়গামী রাস্তার যান চলাচল।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান, ঘটনাস্থলে ২ জন এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর ১ জন মারা গেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

ট্যাগ: bdnewshour24 ঠাকুরগাঁও