banglanewspaper

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ার আগেই বির্তকের জম্ম নিয়েছে। সেই বির্তক কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্নও তুলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। আর এই বিপিএলে খেলোয়াড়দের নিয়ে গড়া নতুন নিয়মের বিপক্ষে আছেন তিনি।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিসিবি অফিসে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে বৈঠকে বসেছিলেন নাফিসা কামাল। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন।

বৈঠকে প্রশ্ন তুলে নাফিসা কামাল বলেন, ‘আমরা সেই বিশ্বকাপের মাঝপথে মুশফিককে সাইন করিয়েছি। তামিম বিশ্বকাপের আগেই খুলনাতে গেছে। তাহলে এগুলো নিয়ে তখন কথা উঠেনি।’

তিনি আরও বলেন, ‘ এছাড়া নতুন নিয়মের কথা আমাদের আগে থেকে জানালে আরো ভালভাবে প্রস্তুতি নিতে পারতাম। এখন হঠাৎ করে একটি ইস্যুকে কেন্দ্র করে পুরো কাঠামো পরিবর্তেনর বিপক্ষে আমি।’

ট্যাগ: bdnewshour নাফিসা কামাল