banglanewspaper

ঢাকাই চলচ্চিত্রের দর্শকরা আগ্রহের সাথে অপেক্ষায় আছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার। তবে শোনা গেলো এক দুঃসংবাদ। এ বছরই এটি পর্দায় আসার কথা থাকলেও সেটি হচ্ছে না।

সম্পাদনার সময় বাড়ায় এটি আগামী বছরের প্রথম দিকেই মুক্তি পেতে পারে বলে জানালেন এর নির্মাতা সানী সানোয়ার।

তার ভাষ্য, ‘আমাদের ইচ্ছে ছিল, চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার। তবে সম্পাদনার কাজ বেশ সময় নিয়ে করা হচ্ছে। সম্ভবত চলতি বছরে এটি প্রস্তুত হবে না। আর তা না হলে, এটি আগামী বছরের শুরুতেই আসবে।’

এদিকে জানা যায়, আকশন দৃশ্য ও ভিএফক্সের জন্য আরও সময় প্রয়োজন। এছাড়া প্রথম এডিটিংয়ের পর আরও ১০ শতাংশ দৃশ্যধারণের করা হবে। যা মূলত প্যাঁচওয়ার্ক। সবমিলিয়ে চলতি বছরের মধ্যে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া আছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ আরও দু’জন জনপ্রিয় অভিনেতা। পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্য এতে সরাসরি কাজ করেছেন।

ট্যাগ: bdnewshour মিশন এক্সট্রিম