banglanewspaper

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: পদোন্নতিজনিত কারণে বদলী হওয়ায় নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেনকে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন।

রবিবার বিকেলে থানা প্রাঙ্গনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেদুল হক, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আক্কাছ আলী, আফসার আলী প্রামানিক, আব্দুল মান্নান, আল্লামা শের-ই বিপ্লব প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আত্রাই থানার সকল কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। সম্প্রতি পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম পদোন্নতি পেয়ে রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি হওয়ায় তাকে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। 

ট্যাগ: bdnewshour24 আত্রাই নওগাঁ এসপি