banglanewspaper

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার চরবড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুকানোর জন্য দেয়া পাটকাঠির স্তুপ আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমউদ্দিন পাটকাঠির এ স্তুপ ধ্বংস করেন।

স্কুলের প্রধান শিক্ষক ও ভ্রাম্যমাণ আদালত  সূত্রে জানাযায়, চরবড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন জুড়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি পান্নু বিশ্বাস তার পাটকাঠি শুকাতে স্তুপ তৈরী করেন। তার দেখাদেখি এক পর্যায়ে এলাকাবাসীও সেখানে পাটকাঠির স্তুপ তৈরী করতে থাকেন।

বার বার নিষেধ স্বত্তেও তারা স্কুল মাঠে পচা পাটের আশ ছড়ানোসহ পাটকাঠি বোঝাই করতে থাকেন।  এতে করে বিদ্যালয়ের চারপাশে পাট পঁচানোর দূর্গন্ধ ছড়াতে থাকে এবং প্রাত্যাহিক সমাবেশসহ শিক্ষার্থীদের খেলাধূলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

অবশেষে আজ তা অপসারণে ভ্রাম্যমান আদালত হাজির হয়ে এ সকল পাটকাঠির স্তুপে অগুন ধরিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়।

ট্যাগ: bdnewshour24 মহম্মদপুর