banglanewspaper

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া এলাকার হাতিগাড়া ব্রিজের সামনে থেকে সোহাগ (২৫) শাহিদুল ( ২৪) ও পিয়াস (২৮) নামে তিন যুবককে রিভলবার পিস্তল ও তাজা গুলিসহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের ঘুল্লিয়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ তাদের তিন জনকে আটক করা হয়েছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোহাগের বাড়ির শোবার ঘরে বিছানার নিচ থেকে পিস্তলের  ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদের ব্যাপারে বিস্তারিত খোজ খবর নেয়া হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আটক সকলেই মহম্মদপুরের চিত্তবিশ্রাম গ্রামের বাসিন্দা। এরমধ্যে সোহাগ মশিউরের ছেলে, শহিদুল একই এলাকার ছাইফারের ছেলে ও পিয়াস শরিফুলের ছেলে।

ট্যাগ: bdnewshour24 মাগুরা