banglanewspaper

পিরোজপুর প্রতিনিধি: দাবানলে জ্বলতে থাকা পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজনকে রক্ষায় পিরোজপুরে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুর ইয়ূথ সোসাইটির আয়োজনে এ মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, জেলা সুপ্র সাধারণ সম্পাদক মাইনুল আহসান মুন্না, পিরোজপুর উদীচী সাধারণ সম্পাদক খালিদ আবু, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, পিরোজপুর ইয়ুথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান সহ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ: bdnewshour24 আমাজন পিরোজপুর