banglanewspaper

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সাংসদ আহসানুল ইসলাম টিটু'র উদ্যোগে এলাকার উন্নয়নের উপর ভিত্তি করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সঞ্চালনায় ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার(ভূমি) ইয়াসমিন মনিরা, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আশরাফ আলী, সহকারী প্রকৌশলী কর্মকর্তা মো. শাহিনুর আলম প্রমুখ।

এ সময় উপজেলার সকল দপ্তর প্রধানসহ বিভিন্ন এনজিও প্রধানরা উপস্থিত ছিলেন।

এলাকার উন্নয়নের লক্ষ্যে যে সকল কাজ করা হবে, কে, কি করবে, কি ভাবে সচ্ছতার সাথে এসব কাজ সম্পাদন করা হবে তা এই আলোচনায় প্রাধান্য পায়।

ট্যাগ: bdnewshour নাগরপুর