banglanewspaper

লালমনিরহাট প্রতিনিধি : খেলাধুলা যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে বিরত রাখে। তাই সকলকে খেলাধুলার প্রতি বেশী মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।

২৯ আগষ্ট হাজরানিয়া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে বসির জাহান কর্তিৃক আয়োজিত এলইডি /২০১৯ এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালীগঞ্জ উপজেলা শাখা ও শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ চয়ন।

তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। মন ও দেহ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এছাড়াও পাড়া মহল্লায় টুর্নামেন্টের আয়োজন করলে দক্ষ খেলোয়ার গড়ে তোলা সম্ভব, এর মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে। এতে শুধু আমাদেরই অর্জন নয় দেশের অর্জন। পরে তিনি আয়োজন কারীদের ধন্যবাদ জানান।

ট্যাগ: bdnewshour24 মাদকমুক্ত