banglanewspaper

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তীকে দর্শক দেখেছেন বহু বাংলা ছবিতে। বাণিজ্যিক ছবির জগতে অত্যন্ত জনপ্রিয় এই জুটি, ব্যক্তি জীবনে ভালো বন্ধুও বটে। এই জুটির প্রথম ছবি ‘অমানুষ’ ও দ্বিতীয় ছবি ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’। দুটি ছবিই বাণিজ্যিক ভাবে সফল। এছাড়া বীরসা দাশগুপ্তের ‘শুধু তোমারই জন্য’ ছবিতেও দুজনের একটি বড় ট্র্যাক ছিল।

এদিকে,বড়পর্দার পরে এবার শ্রাবন্তী ও সোহমকে দেখা যাচ্ছে টেলিপর্দায়। এই দুই তারকাকে দেখা যাবে এবার ডান্স রিয়্যালিটি শো ডান্স ডান্স জুনিয়রের বিচারক আসনে।

স্টার জলসার এই ডান্স রিয়্যালিটি শো যেখানে প্রধান বিচারকের ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। ওই শো-তেই তারকা বিচারকের ভূমিকায় আসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী।

এদিকে এই রিয়্যালিটি শোর বিচার কাজ করতে গিয়েই ইন্ডাস্ট্রির এই দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরতে যাচ্ছে। আর এই কথা সোহম নিজেই জানালেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। 

সোহম বললেন, আর মনে হয় বন্ধুত্বটা থাকবে না। আমি যতই ছোট ছেলেমেয়ে গুলোকে বেশি নম্বর দিতে যাব, শ্রাবন্তী ততই নম্বর কমাবে। ও বিচারক হিসেবে খুবই কড়া। যতই বলব, থাক না, যেতে দে। ফুলের মতো সব বাচ্চা। একটু দরাজ হতে শেখ। ততই ও গম্ভীর মুখে বলবে, এটা তো একটা কম্পিটিশন। কাজেই এর থেকেই বন্ধুত্বের ভাঙন হবে বেশ বুঝতে পারছি।

এই জুটির সাম্প্রতিক উল্লেখযোগ্য ছবি হল ‘গুগলি’। রোমান্টিক অভিনয়ের পাশাপাশি দুজনেরই কমিক টাইমিং খুব ভাল। তবে রিয়্যালিটি শোয়ের জাজমেন্ট সম্পূর্ণ ভিন্ন একটি কাজ। আর এখানে এসেই তাদের রসায়ন এলোমেলো হয়ে যাচ্ছে। 

ট্যাগ: bdnewshour24