banglanewspaper

জমকালো আয়োজনে মনোহরদীর সর্ববৃহৎ রক্তদানকারী সংগঠন মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) উপজেলার কৃষ্ণপুরে নাজমননেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বরচাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুলতান উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাফিয়া আক্তার শিমু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোহরদী ও প্রধান উপদেষ্টা, মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশন।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, মনোহরদী থানা। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মামুন বিশ্বাস, সমাজকর্মী ও সাংবাদিক, সিরাজগঞ্জ, ও সায়মা সুমী, স্বেচ্ছাসেবক, ঢাকা।

প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন কাজী শরিফুল ইসলাম, সম্পদক, ভয়েস বিডি২৪.কম, উপদেষ্টা, মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইমরান হাসান ভূইয়া, ইন্সট্রাক্টর ইউ আর সি, মনোহরদী। শরিফুল ইসলাম সোহেল খাদ্য পরিদর্শক ও নির্বাহী সদস্য বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি কেন্দ্রীয় কমিটি, ঢাকা । এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান হতে ২৪ টি স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধি রা উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 মনোহরদী