banglanewspaper

এম.পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাট ডিসি’র অফিসিয়াল নম্বর ক্লোন করে বিভিন্ন জনপ্রতিনিধিদের ফোন দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ জেলা প্রশাসকের ফেসবুক পেজে মঙ্গলবার দুপুরে স্ট্যাটাসে বলেন,বাগেরহাট জেলা প্রশাসকের অফিসিয়াল নাম্বার ক্লোন করে অথবা ব্যক্তিগত পরিচয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা/টিআর/বিশেষ বরাদ্দ দেয়ার নামে জনপ্রতিনিধিদের ফোন দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এরকম ফোনে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। জেলা প্রশাসক, বাগেরহাট কখনো এরুপ ফোন দেননি এবং ভবিষ্যতেও ফোন দেবেন না।

কাজেই বিভ্রান্ত না হয়ে এরুপ ফোন পেলে সংগে সংগে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা থানায় অবহিত করতে অনুরোধ করা হল।

ট্যাগ: bdnewshour24 বাগেরহাট