banglanewspaper

ভারতের রাজকোটে ইন্দ্রজিৎ সিং জাদেজা নামে এক ব্যক্তি টিকটক ভিডিও বানাতে জিপগাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। এরপর ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

দেশটির রাজকোটের একটি ফায়ার স্টেশনের সামনেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইন্দ্রজিৎ সিং জাদেজাকে আটক করেছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় নিজের জিপগাড়িতে আগুন ধরিয়ে ধীরে-সুস্থে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। আগুন থেকে বাঁচতে পাশ কেটে চলে যাচ্ছে অন্য গাড়িগুলো। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, টিকটক বানাতে নিজ গাড়িতে আগুন দেন ইন্দ্রজিৎ সিং জাদেজা। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভিডিও ধারণকারীকেও খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, টিকটক ভিডিও বানাতেই গাড়িতে আগুন দেওয়া হয়েছে কি-না, তা এখনো নিশ্চিত নয় পুলিশ।

ভিডিও: blob:https://www.youtube.com/6b460499-ddcc-4a5f-b418-5ea388ff03d8

ট্যাগ: bdnewshour24 টিকটক গাড়িতে আগুন