banglanewspaper

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মঙ্গলবার বিকেলে কোনড়া শেখ রাসেল মিনি ষ্টডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ (বালক) ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল এর জেলা প্রশাসক ডিসি মো. শহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল এর জেলা প্রশাসক ডিসি মো. শহীদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মহিলা সামিনা বেগম সিপ্রা, সহকারী কমিশনার ভূমি ইয়াসমিন মনিরা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান মতি, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গন এবং চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন স্তরের ক্রিয়া অনুরাগীরা।

এ সময় জেলা প্রশাসক ডিসি মো. শহীদুল ইসলাম ফুটবল খেলা ও বঙ্গবন্ধুর গোল্ডকাপ এর পূর্ণাঙ্গ ইতিহাস ঐতিহ্য এবং উপকারী দিক তুলে ধরেন।

উদ্বোধনী এ খেলায় অংশ গ্রহণ করে নাগরপুর ইউনিয়ন ও মামুদনগর ইউনিয়ন এর অনুর্ধ ১৭ এর খেলোয়াড় দল। এতে মামুদনগর অনুর্ধ ১৭ দল ১-০ গোলে জয় লাভ করে।

ট্যাগ: bdnewshour24 নাগরপুর