banglanewspaper

প্লেন চালানো শিখতে গিয়ে জীবনটা প্রায় খোয়াতে বসেছিলেন এক শিক্ষার্থী৷ বিমান চালানোর ট্রেনিং দিতে গিয়ে মাঝ আকাশে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে যান পাইলট৷ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার জানদাকোর্ট এয়ারপোর্টে৷

তখন মাঝ আকাশে উড়ছে প্লেন৷ হঠাৎ এক ফোন পেল কন্ট্রোল রুম৷ কল তুলতেই ভেসে এল ভয়ার্ত স্বর৷ ‘পাইলট অসুস্থ৷ জ্ঞান হারিয়ে আমার কোলে ঢলে পড়েছেন৷ এবার আমি কি করব৷ অনেক চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারছি না কিছুতেই৷ কিভাবে প্লেন নামাব?’

মাঝ আকাশে ভেসে থাকা প্লেনটি থেকে কন্ট্রোলে ফোন করেছিলেন ম্যাক্স সিলভেস্টার৷ সেটাই ছিল তার ট্রেনিংয়ের প্রথম দিন৷ ভয়ার্ত ম্যাক্সের ফোন পেয়েই বিপদটির গুরুত্ব টের পেয়েছিল কন্ট্রোলার৷ ম্যাক্সের কাছে কন্ট্রোলার জানতে চায় সে কোনোভাবে টু-সিটার এয়ারক্র্যাফ্ট চালাতে জানে কিনা৷ আশাপ্রদ উত্তর না পেয়ে ভয়ার্ত ম্যাক্সকে প্রথমেই শান্ত করে কন্ট্রোলের দায়িত্বে থাকা কর্মী৷

এরপরই কন্ট্রোলের কর্মী ম্যাক্সকে বিমান অবতরণ করানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে থাকেন৷ সেই নির্দেশ অণুসরণ করেই শেষ পর্যন্ত জানদাকোট এয়ারপোর্টে বিমানটি অবতরণ করাতে সফল হন ম্যাক্স৷ যদিও নামার আগে বেশ কয়েকবার আকাশে পাক খায় প্লেনটি৷ এয়ারক্রাফ্ট সামলাতে হিমশিম খেলেও শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখেই পুরো ব্যাপারটিতে সফল হন ম্যাক্স৷

ট্যাগ: bdnewshour24 পাইলট অজ্ঞান বিমান