banglanewspaper

মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পক্ষ থেকে সকল ক্ষেত্রে জনগণের হয়রানি বন্ধ এবং শাসন-প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবিতে বুধবার শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দেয়া হয়েছে।

মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে সকাল ১১ টায় দেশব্যাপী জাসদের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দেয়া হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর।

এ সমসয় জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জেলা জাসদ নেতা ওহিদুল ইসলাম ফনি, জাতীয় আইনজীবী পরিষদের আহ্বায়ক এড. আমেনা বেগম লাবনি, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 মাগুরা