banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইলে বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র আয়োজনে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য দেন সদর থানার ওসি (অপারেশন) সুকান্ত সাহা, ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের মাঠ কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, বাঁচতে শেখার প্রকল্প সমন্বয়কারী মটর কান্তি মন্ডল, প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম, নারীনেত্রী কবিতা বিশ্বাস, নির্যাতিতা নারী হাতিয়াড়ার সরস্বতী বিশ্বাস, বেতভিটার রানী বেগম, বিড়গ্রামের সোনালি বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। শুধু পুলিশ বা জেলা প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না। যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুললে এসব সামাজিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ট্যাগ: bdnewshour24 নড়াইল