banglanewspaper

শরীয়তপুর প্রতিনিধি: পদ্মার দুইপাড় রক্ষা বাস্তবায়ন পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ সেপ্টেম্বর ২০১৯) ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব জাকির হোসেন মুন্সী’কে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুল হক খান’কে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ জসিম উদ্দিন মাদবর’কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. রোমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ফারুক আহাম্মদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন শাওন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. রোমান আকন্দ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সরোয়ার হোসেন বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক আফসানা আহম্মেদ প্রমূখ।

জানা যায়, পদ্মার দুইপাড়ই যাতে সমান সুবিধার আওতায় আসে সেই লক্ষকে সামনে রেখে নানান ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবি আদায়ের জন্য এই “পদ্মার দুইপাড় রক্ষা বাস্তবায়ন পরিষদ” নামক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ।

ট্যাগ: bdnewshour24 পদ্মা