banglanewspaper

দলের একাংশ রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করার পর দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘পার্টির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে তাঁর স্থলাভিষিক্ত করে গেছেন। প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিক্রমে সেটির অনুমোদন দেয়া হয়েছে।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বনানীতে সংবাদ সম্মেলন করে দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হওয়ার বিষয়ে এ কথা বলেন তিনি। 

এর আগে দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে রওশনকে জাপার চেয়ারম্যান ও মশিউর রহমান রাঙ্গাঁকে পার্টির মহাসচিব ঘোষণা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এসময় জাতীয় পার্টির অন্তত ১৫ জন প্রেসিডেয়াম সদস্য ও এমপি উপস্থিত ছিলেন। 

এর পরপরই বনানীতে আরেক সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, ‘যে কেউ ইচ্ছা করলেই নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করতে পারেন না। এর জন্য দলের গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী আমি পার্টির চেয়ারম্যান।’

এ বিষয়ে দলের অধিকাংশের মতামতের ভিত্তিতে স্পিকারকে দেয়া চিঠির বিষয়টিও উল্লেখ করেন তিনি। 

অপর এক প্রশ্নে জিএম কাদের বলেন, ‘এরশাদ সাহেব জীবিত থাকাবস্থায় যেভাবে বোর্ড গঠন করেছিলেন, সেভাবেই করা হয়েছে। শুধু একজন সদস্য নিজে থেকে সরে যেতে চাইলে তার স্থানে কাজী ফিরোজ রশীদকে যুক্ত করেছি। জাতীয় নির্বাচন ও একটি উপনির্বাচনে একই বোর্ড নাও হতে পারে। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করছি আমি।’

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

গেল ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর গত মঙ্গলবার দলটির বিরোধীদলীয় নেতা নির্বাচন নিয়ে বিবাদের মুখে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি দেয়া হয়। এর একদিন পরই রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করতে জাপার একাংশ স্পিকারকে চিঠি দেন।

ট্যাগ: bdnewshour24 এরশাদ জিএম কাদের