banglanewspaper

আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর হেডকোয়ার্টার ও মার্কিন দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ন্যাটোর দুই সেনাসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন।

আহত আরও কমপক্ষে ২৮ জন। খবর ভয়েস অব আমেরিকা, পার্সটুডে ও সিবিসির।

ন্যাটো এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও রোমানিয়ার একজন করে সেনা রয়েছে। নিহত অপর পাঁচজন বেসামরিক আফগান নাগরিক।

এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল বিস্ফোরণে ১০ জন প্রাণ হারিয়েছে। এছাড়া অন্তত ১০টি ব্যক্তিগত গাড়ি ধ্বংস হয়েছে। বোমাটি একটি গাড়িতে পেতে রাখা ছিল বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় অন্তত ১২ জন বিদেশি সেনা প্রাণ হারিয়েছেন।

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে বলে খবর প্রকাশিত হওয়ার কয়েক দিনের মধ্যেই এ বিস্ফোরণ ঘটল।

ট্যাগ: bdnewshour24 মার্কিন দূতাবাসে