banglanewspaper

ভারতীয় পেসার মোহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। আর সেই গুঞ্জনের পালে হাওয়া লেগেছে গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গ বিজেপির কার্যালয়ে হাসিনের উপস্থিতিতে। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজেপির রাজ্য কার্যালয়ে এসে নারী মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন হাসিন। প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান নিয়ে সোয়া ৭টার দিকে তিনি বের হয়ে যান। 

বিজেপিতে যোগ দেয়া প্রসঙ্গে হাসিন ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। সৌজন্য সাক্ষাতে এসেছিলাম। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

২০১৮ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে সঞ্জয় নিরুপমের হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন হাসিন। যদিও শুরু থেকেই রাজনীতির মাঠে তিনি এতটা সক্রিয় ছিলেন না। 

বিবাহবহির্ভূত সম্পর্ক, ম্যাচ ফিক্সিং, ধর্ষণ-নির্যাতনসহ একাধিক অভিযোগে শামির সঙ্গে অকেনদিন ধরেই বনিবনা হচ্ছিল না হাসিনের। এ নিয়ে স্বামীর বিরুদ্ধে করা নির্যাতন মামলায় সম্প্রতি শামি ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুর আদালত।

পেশায় মডেল হাসিনের সঙ্গে আইপিএলে পরিচয়ের পর ২০১৪ সালে শামির সঙ্গে বিয়ে হয়। এই দম্পতির ঘরে এক কন্যাসন্তান রয়েছে। 

ট্যাগ: bdnewshour24