banglanewspaper

আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ১৩ জন জুয়ারীর একমাস করে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সাজাকৃতরা হলো- নাটোর জেলাধীন সিংড়া উপজেলার তালহারা গ্রামের মো. ফরিদ আকন্দের ছেলে মো. রফিকুল ইসলাম(৩৮), হরিনি গ্রামের মৃত সামাদের ছেলে মো. আব্দুল আহাদ(৩১), একই গ্রামের জহুরুল ফকিরের ছেলে মো. সোহেল রানা(২৮), গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো.আলহাজ উদ্দিন(২৮),হাপুনিয়া গ্রামের মৃত জলিলের ছেলে মো. সাগর(৩০), তালহারা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. বাবুল হোসেন(২১)।

এছাড়া বগুড়া জেলাধীন শাহজানপুর উপজেলার ফুলকোট গ্রামের চানমিয়ার ছেলে মো. লিটন(৩৮), রহিমাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আবু বক্কর(৪০), গোবিন্দপুর গ্রামের মৃত জুলু প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম(৪০), নন্দীগ্রাম উপজেলার বৌলগ্রামের তাহের আলীর ছেলে আনিছুর রহমান(৩৪), মালিয়ানডাঙ্গা গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে আজাহার আলী(৪৬), একই গ্রামের মৃত গাফফার মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল(২৯), এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরচিথুরিয়া গ্রামের মৃত গফুর হাজির ছেলে রফিকুল ইসলাম(৩৬)।

ট্যাগ: bdnewshour24 আত্রাই