banglanewspaper

পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে যেকোনও সময় সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার। যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে ভারতের সেনাবাহিনী। সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে স্বায়ত্তশাসন বাতিল করা জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতে সেখানকার স্থানীয় বাসিন্দারা অবশ্যই সাহায্য করবে বলে জানিয়েছেন বিপিন রাওয়াত।

তিনি জানান, এতদিন সন্ত্রাসবাদের আগুন সইতে হয়েছে তাদের। এবার শান্তি ফেরাতে সরকারকে একটা সুযোগ দেবেন তারা।

ট্যাগ: bdnewshour24 পাকিস্তান ভারতীয় সেনাবাহিনী