banglanewspaper

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় একটি ছাগলের ৮টি বাচ্চা প্রসব করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এ ছাগলের বাচ্চা গুলোকে দেখতে রোববার সকাল থেকে শত শত মানুষ ভিড় জমাচ্ছে ওই বাড়ীতে।

এর আগে গত শনিবার দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃষক মোসলেম উদ্দিনের একটি ছাগল একে একে ৮টি ছানা প্রসব করে।

কৃষক মোসলেম উদ্দিন বলেন, বর্তমানে ৮টি  ছাগল বাচ্চাই সুস্থ রয়েছে। বাচ্চাগুলোকে দেখতে প্রতিদিন শত শত নারী-পুরুষ তার বাড়িতে ভিড় করছে।

ছাগল বাচ্চা গুলোকে দেখতে আসা শহিদুল ইসলাম জানান, তিনি একটি ছাগলের ৪টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে দেখেছেন।তবে ৮টি বাচ্চা প্রসব এই প্রথম দেখলেন।

হাতীবান্ধা প্রানীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, ‘ছাগলটিকে দেখে শুনে রাখতে হবে। এ ধরণের ছাগলের বেশি বাচ্চা হলে বেশিরভাগ ছাগল মারা যায়। তবে ছাগলটিকে ভিটামিন খাওয়ালে সমস্যা হবে না।’

ট্যাগ: bdnewshour24 ছাগল বাচ্চা প্রসব