banglanewspaper

যদি তুমি পাশে থাকো;আমার জীবনে গতকাল কখনোই আসবেনা ,
বরং থাকবে আগামীর অপরিসীম সুখ ।

যদি তুমি পাশে থাকো;এই জীবনে দুঃস্বপ্নগুলো কখনোই আসবেনা , 
বরং স্বপ্নগুলোও দেখবে আলোর মুখ । 

যদি তুমি পাশেই থাকো;আমার জীবনে কোনই
অতীত থাকবেনা, 
বরং ভালোবাসাও পেতে রবো উন্মুখ । 

যদি তুমি পাশে না থেকে দূরে-দূরে থাকো;কিছুই
করতে পারবোনা,
শুধু প্রেমের জানাজাতে খুঁজবো সুখ ।

ট্যাগ: bdnewshour24 কাজী জুবেরী মোস্তাক কবিতা