banglanewspaper

ইসলামিক স্টেট (আইএস)-এর নেতা আবু বকর আল বাগদাদির নতুন একটি অডিও প্রকাশ করেছে।

আল ফুরকান নামের একটি মিডিয়ায় প্রকাশিত ৩০ মিনিটের অডিও বার্তায় বিভিন্ন কারাগার ও শিবিরে বন্দি থাকা আইএস সদস্য ও নারীদের মুক্ত করতে অনুসারীদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টার আহ্বান জানানো হয়।

এর আগে ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশ দখলের পর বিশ্বের মুসলিমদের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন বাগদাদি।

আইএস বিভিন্ন দেশে হামলা চালানো অব্যাহত রেখেছে জানিয়ে সোমবার নতুন অডিও বার্তা প্রকাশ করেন বাগদাদি। 

আইএসের স্বঘোষিত খিলাফতের পতনের পর এখন তিনি ইরাক-সিরিয়া সীমান্তে আত্মগোপনে আছেন।

এ বছরের এপ্রিলে ১৮ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের অবস্থান জানান দেন তিনি।

অডিও বার্তায় কারাগার ও বন্দিশিবিরে আটক থাকা অনুসারীদের ধৈর্য্যধারণের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাখেহ প্রদেশের একটি শিবিরে প্রায় ৭৩ হাজার মানুষ আটক রয়েছে। এদের অনেকেই আইএস সদস্য ও তাদের পরিবারের সদস্য। এছাড়া সিরিয়া ও ইরাকের বহু কারাগারে আইএস সদস্যরা আটক রয়েছে।

ট্যাগ: bdnewshour24 আইএস