banglanewspaper

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টাটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

সভায় স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ,সড়ক, যোগাযোগ, পানি উন্নয়ন, বন ও পরিবেশ উন্নয়নসহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে মাগুরা-১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর একটি উন্নত, আধুনিক এবং আলোকিত মাগুরা গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

ট্যাগ: bdnewshour24 মাগুরা