banglanewspaper

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৩৪৭তম পর্বে নিচতলায় মসজিদ এবং ওপরের তলায় বসবাসের ফ্ল্যাট থাকলে সেই মসজিদে নামাজ হবে কি-না, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন আকিল ইন জামান। 

প্রশ্ন : আমার বাসার কিছুদূরে একটি চারতলা ভবনের নিচতলায় মসজিদ আছে এবং ভবনের ওপরের তলাগুলোতে মানুষ বসবাস করেন। সে মসজিদে জুমার নামাজও হয়। এখন প্রশ্ন হলো, ওই মসজিদে নামাজ পড়া কতটা যৌক্তিক, একটু জানাবেন?

উত্তর : যেহেতু এটা মসজিদ, তাই মসজিদের মধ্যে সালাত আদায় করতে কোনো বাধা নেই। এখানে যদি নিয়মিত আজান হয়ে থাকে, তাহলে জামাত ও জুমা, সবই জায়েজ রয়েছে।

ট্যাগ: bdnewshour24 নামাজ