banglanewspaper

মাগুরা প্রতিনিধি: মাগুরার নিজনান্দুয়ালী কারিগর পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধায় সাহাবুল শেখ (৩২) ও হাসিবুল শেখ (১৭) নামে দুই সহদরকে নির্মম ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখমের ঘটনা ঘটেছে।

মুমূর্ষু অবস্থায় তদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাবার নাম আলী হোসেন শেখ।

হাসপাতালে ভর্তি আহত বড় ভাই সাহাবুল  জানান, গতকাল সন্ধার কিছু পর নান্দুয়ালী কারিগর পাড়া হাজারির মোড়ে ছোট ভাই শাহাবুলকে একা পেয়ে দুইদিন আগের সামান্য কথা-কাটাকাটির ঘটনার জের ধরে উঠতি বয়সী স্থানীয় কিশোর সন্ত্রাসী গ্রুপের আতিকুল (১৭), আকাশ (১৬)আরাফাত (১৭) সহ দলবল মিলে হাতুড়ি দিয়ে মারধরের ঘটনা ঘটায়।

এ সময় ছোট ভাইকে মারধরের খবর শুনে তাকে বাচাতে এগিয়ে গেলে তার উপরও হামলা চালায় তারা। এ সময় হামলায় হাতুড়ির আঘাতে তার মাথাসহ শরিরের বিভিন্নস্থানে গুরুত্বর জখম হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে এনে ভর্তি  করেন।

এ ঘটনায় সদর থানায় ওই কিশোর সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

ট্যাগ: bdnewshour24 মাগুরা কিশোর গ্রুপ