banglanewspaper

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শাকচরে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। আহত হয়েছেন থানা পুলিশের এক এএসআইসহ দুইজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে শাকচর এলাকার একটি ইটভাটার পাশে ডাকাতদের দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার শাকচর এলাকায় ডাকাতদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে বলে খবর পায় পুলিশ। পুলিশ সেখানে গিয়ে নয় রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হন দুই পুলিশ সদস্য।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, দুইদল ডাকাতের গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় পুলিশের এএসআই মোতাহের হোসেন ও কনস্টেবল সোহেল রানা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নিহত ডাকাতের নামপরিচয় এখনো জানা যায়নি। তবে সে ডাকাতদলের সদস্য এটা নিশ্চিত। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগ: bdnewshour24 লক্ষ্মীপুর