banglanewspaper

ক্যাসিনো, জুয়া, মাদক, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। চলমান অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, শুক্রবার (২০) যুক্তরাষ্ট্র যাওয়ার আগের দিন বৃহস্পতিবার এ বিষয়ে কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান। তিনি বিভিন্ন বাহিনীর প্রধানকে তার সরকারি বাসভবন গণভবনে ডেকে পাঠান। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

সূত্রমতে, এ সময় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় ক্যাসিনো, জুয়া, মাদক, টেন্ডারবাজি এবং সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগ: bdnewshour24 প্রধানমন্ত্রী