banglanewspaper

জাহিদ হাসান, বাকৃবি প্রতিনিধি: যারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে তারাই জীবনে সফল হয়। দেশকে ভালবেসে, দেশের বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে উঠতে ভয়-ভীতি-জড়তা দূর করে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

শনিবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্মেলন কেন্দ্রে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তিনি বলেন, রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডে অংশগ্রহণ করে আমাদের সমাজটাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। আমাদের সবাইকেই  নিজ নিজ অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব অব এগ্রি ভার্সিটির সভাপতি রোটার‌্যাক্ট মো. মোস্তফা কামাল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিদের মধ্যে সেরা দশ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

ট্যাগ: bdnewshour24 বাকৃবি