banglanewspaper

ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় সিরিজ।  ঢাকায় শুরুর পর খেলা হয়েছে চট্টগ্রামে, এরপর ফাইনাল শুধু ঢাকায়। গতকাল চট্টলার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে লিগ পর্বে শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ ও আফগানিস্তান। 

শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা পৌনে ১২ টায় ঢাকায় নিজেদের টিম হোটেলে পৌঁছে বাংলাদেশ।

আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলবে দু’দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।  

ট্যাগ: bdnewshour24 টাইগার