banglanewspaper

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আজ সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত উপজেলা হল রুমে সমাজ সেবা অধিদপ্তরের প্রদত্ত সেবা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক উপজেলা মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. সৌরভ তালুকদার।

আলোচনায় সমাজ সেবা অধিদপ্তরের যে সকল সেবা প্রদান করা হয়ে থাকে এবং তা কীভাবে আরও স্বচ্ছতার সাথে প্রদান করা সম্ভব হবে তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বাল্যবিবাহ রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং এর সাফল্য অর্জনের সম্ভব দিক এ আলোচনায় প্রাধান্য পায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রদত্ত সেবা বিষয়ক সংশ্লিষ্ট জনবল, ইউপি সচিব, এমপি মহাদোয়ের প্রতিনিধি, মসজিদের ইমাম (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী) ভাতা-ভোগীরা, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তি, সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও ইউপি সদস্য।

আলোচনা অনুষ্ঠানের শেষে ১০টি সেচ্ছাসেবী সংগঠনকে ১৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

ট্যাগ: bdnewshour24 নাগপুর