banglanewspaper

মানুষের সঙ্গে প্রাণীর বন্ধুত্ব বহুদিনের। তবে সাপের সঙ্গে মানুষের বন্ধুত্ব? সাপ দেখলে অনেকে সেটিকে মেরে ফেলতে চাইলেও ছোট্ট এক মেয়ের সঙ্গে বিশাল একটি হলুদ পাইথনের বন্ধুত্বের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, বিশাল একটি পাইথনের কাছেই বসে আছে ছোট্ট ওই মেয়েটি। দুজনে খেলা করছে। খেলতে খেলতেই সাপটি তার মুখ এগিয়ে নিয়ে যায় শিশুটির মুখের দিকে। মুখ এগিয়ে নিয়ে শিশুটির কপালে চুমু খায়। তবে বিশাল ওই পাইথনটিকে মোটেও ভয় পাচ্ছে না শিশুটি। দুজনে খেলায় মত্ত। সাবলীলভাবে পাইথনের সঙ্গে খেলছে সে।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ওই ভিডিওটি পোস্ট করা হয় পার্লি পপস নামের একটি আইডি থেকে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়। গত ১২ সেপ্টেম্বর পোস্ট হওয়া ভিডিওটি এরই মধ্যে এক কোটি ১৯ লাখ বার দেখা হয়েছে।

ভিডিওঃ https://twitter.com/i/status/1172111463101751297

ট্যাগ: bdnewshour24 ভিডিও চুমু