banglanewspaper

কয়েকমাস আগেই সোস্যাল মিডিয়ায় অভিনেত্রী ঊর্বশী রওতেলা এবং প্রযোজক বনি কাপুরের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বনি কাপুর অভিনেত্রীর কোমড়ে হাত দেন আর এরপরেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় দুজনকে। 

নেটদুনিয়ায় নিমিষের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়। এই বিষয়ে অভিনেত্রী জানান, বনি স্যার খুব ভালো মানুষ। তাকে নিয়ে যা হচ্ছে তা মানা যায় না। উনি আমার কোমড়ে হাত দেননি। তিনি আমার সঙ্গে ভালোভাবেই সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাতকারে ঊর্বশী এই বিষয় নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘যেভাবে সোস্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছিল তা দেখে খুব দুঃখ পেয়েছিলাম। একটি অনুষ্ঠানে বনি স্যারের সঙ্গে দেখা হয়। এরপর ক্যামেরার জন্য আমরা সবাই পোজ দিয়েছিলাম। আর সেই ছবিকেই ভুলভাবে দেখানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘ওই বিয়ের অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলাম। সেখানে এসেছিলেন বনি কাপুরও। নব-দম্পতিদের সঙ্গে আমরা কথা বলালাম এবং সবাই মিলে ছবি তুললাম। কিন্তু যেই অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া হয়েছিল তা একেবারেই ঠিক ছিল না। আর এই কারণেই ঘটনা বড় আকার ধারণ করে।’
 

ট্যাগ: bdnewshour24 কোমড়