banglanewspaper

ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে হঠাৎ বিশাল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। জোরালো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যায় নিরাপত্তারক্ষীরা। দ্রুতই সেখানে বাড়তি নিরাপত্তারক্ষী পাঠায় দিল্লি পুলিশ। প্রস্তুত হয়ে যায় কমান্ডোরাও।

গত ২১ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। এরপরই ঘটনার উৎস খুঁজতে নামে পুলিশ। জানা যায়, মেয়ের জন্মদিনে একসঙ্গে অনেকগুলো আতশবাজি ফুটাচ্ছিলেন বিবেক কুমার  নামের এক ব্যক্তি। তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের পাশেই ভাড়া থাকেন।

একসঙ্গে অত আতশবাজি ফাটায় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কর্তব্যরত এসপিজি কর্মীরা ভেবেছিলেন কোনো বিস্ফোরণ হয়েছে। ফলে সতর্কতা জারি করা হয়।

পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জামিনযোগ্য মামলা দায়ের করে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

ট্যাগ: bdnewshour24 মোদির বাড়ি আতশবাজি