banglanewspaper

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার সকল স্তরের জনগণের সমন্বয়ে গণমুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মো: হারুনু-অর-রশীদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল গনি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং মেম্বার ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মসজিদের ইমাম, কৃষকসহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 রাণীনগর