banglanewspaper

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির আয়োজনে উপজেলা বাসস্ট্যান্ডে বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠত হয়।

রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ মাহমুদ সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন (রুকু)।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান (ভিপি জাপান)।  

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান বেলাল, মাসুদ রানা ডব্লিউ, মিঠুন আহমেদ প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 রাণীনগর