banglanewspaper

প্রশাসনের ব্যর্থতার কারণে এসব ক্যাসিনো ব্যবসা দেশে শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জোটের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে  এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চিহ্নিতদের বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। দেশে ক্যাসিনো ব্যবসা পুরোপুরি বন্ধ করার দাবিও জানান তিনি

নাসিম বলেন, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানকে সমর্থন ও সাধুবাদ জানাচ্ছে ১৪ দল।

ক্লাবের দায়িত্বে থাকায় ক্যাসিনো ব্যবসার জন্য গায়ে দাগ লাগলে লাগুক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

ট্যাগ: bdnewshour24 প্রশাসন ক্যাসিনো নাসিম